বীর্য পাতলা বা শুক্রাণু কম হলে স্ত্রীকে গর্ভবতী যায় ? Health Tips
আমাদের অনেকের মাঝে প্রশ্ন থাকে যে আমাদের বীর্য খুব শীঘ্রই বের হয়ে যায় এবং অনেক পাতলা আমি শুনেছি যাদের বীর্য খুবই পাতলা তাদের নাকি সন্তান নিতে অনেক সমস্যা হয়?
এর সহজ উত্তর হল কোন পুরুষের বীর্য যদি পাতলা হয় এবং বীর্যের পরিমান ও যদি খুব অল্প হয় তারপরও তার এই পাতলা বীর্য দিয়ে কিংবা অল্প পরিমাণ বীর্য দিয়ে তার স্ত্রী প্রেগন্যান্ট হতে পারবে। সাধারণত কোন মহিলার মাসিকের এক সপ্তাহ পরে দশ বারো দিনের মধ্যে তার ডিম্বুস ফুটে আর এই সময় যদি কোন মহিলার ডিম্বাণু কোন পুরুষের বীর্যে শুক্রাণু সঙ্গে মিলিত হয় তাহলে ওই মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর মনে রাখতে হবে সন্তান ধারনের জন্য কতটুকু বীর্য বের হলে বা কতটুকু বীর্য পাতলা কিনা তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষের বীর্যে শুক্রাণু আছে কিনা।
পুরুষের বীর্য থেকে 20 থেকে 150 মিলিয়ন শুক্রানু আর এর 40% যদি আকার ঠিক থাকে এবং 20% শুক্রাণুর যদি গতি ঠিক থাকে তাহলে এই পরিমাণ বীর্য দিয়ে একজন স্ত্রী খুব সহজে গর্ভবতী হতে পারবে। এখন কথা হচ্ছে কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে যেভাবে বা যতক্ষণ মিলন করুক না কেন তার বীর্য পাতলা হোক বা না হোক শুধুমাত্র তার বীর্য যদি স্ত্রীর যোনিতে পড়ে আর এই বীর্যে 40% যদি শুক্রাণু ঠিক থাকে আর 20% গতি ঠিক থাকে তাহলে এ বীর্য দ্বারা তার স্ত্রী গর্ভবতী হতে পারবে। সাধারণত একজন পুরুষের বীর্যে 20 থেকে 150 মিলিয়ন শুক্রানু থাকে। কিন্তু কারোর যদি এর থেকে কম শুক্রাণু থাকে অর্থাৎ দুই থেকে তিন মিলিয়ন শুক্রানু থাকে তাও সে তার স্ত্রীকে গর্ভবতী করতে সক্ষম হবে।
আশা করা যায় বুঝতে পেরেছেন যে আপনি যদি খুব কম সময়ে মিলন করতে পারেন এবং আপনার স্ত্রীর যদি বীর্য যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু আপনার বাবা হতে খুব বেশি সমস্যা হবার কথা নয়। তবে অতি দ্রুত বীর্য বের হয়ে যাওয়া বীর্য পাতলা হয়ে যাওয়া এই বিষয়গুলোতে এড়ানোর জন্য অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত দুধ ডিম মাংস সাধারণ ফল-মুল অবশ্যই খেতে হবে।
Source: Dr farhana