স্বামী স্ত্রী সহবাস করার আগে ইসলামিক ১২ টি সুন্নতি পদ্ধতি
আজকে সঠিক সহবাসের নিয়ম সমূহ নিয়ে আলোচনা করা হবে(সহবাসের সঠিক পদ্ধতি নিয়ম সম্পর্কে আলোচনা করব)
সহবাসের সঠিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামীকে উপরিভাগে থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন সূরা আরাফের 189 নম্বর আয়াতে, “অতএব পর পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো” আজকাল জ্ঞান সম্পন্ন ডাক্তার বারেবারে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে উপরিভাগ থেকে সহবাস করবে আর তাতে গর্ভধারণ হবে। ইদানিং অনেক নিয়ম আছে যেগুলো youtube এবং আরো অনন্য জায়গায় দেখানো হয় সেগুলোতে প্রশান্তি পাওয়া যায় না। কারণ স্ত্রী স্বামীর উপরে খেকে বসে সহবাস করে এমোত অবস্থায় যদি বীর্য পাত হয়ে যায়।তাহলে চিৎসা বিজ্ঞানিদের মতে তখন পুরো বীর্য বের হয় না, ভেতরের বিশেষ কোন জায়গায় থেকে যায় যার ফলে পুরুষের পাথর হয়ে বড় ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে।
চলুন এবার জেনে নেওয়া যাক সহবাসের সুন্নত নিয়মগুলোঃ
১. স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করে নেবে।
২. স্বামী ও ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করে নিবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা অনেক বদ নেশার সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয়।
৩. স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে উভাই অজু করে নিবে।
৪. বিসমিল্লাহ সহ সহবাসের দোয়া পড়তে হবে কেননা এটা মুস্তাহাব।
৫. স্বামী স্ত্রী একে অন্যের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর মেখে নেবে।
৬. সহবাসের সময় কেবলামুখী হয়ে করবে না।
৭. সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে করবে না যদি তৃপ্তি না আসে তাহলে উপরে চাদর বা কাপড় বিছিয়ে নিবে।
৮. বীর্যপাত হয়ে গেলে সঙ্গে সঙ্গে স্ত্রীর উপর থেকে নেমে পরবে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরেও ভোর দেবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় এটাও খেয়াল রাখতে হবে এবং এটা খেয়াল রাখা সুন্নত।
৯. কোনভাবেই মলত্যাগের রাস্তায় সঙ্গমের চিন্তা করবেনা এটা মহাপাপ যেটা কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে নিষিদ্ধ করেছেন। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানীদের মতে উভাইর কঠিন রোগ হওয়ার আশঙ্কা আছে।
১০.কোন অবস্থায় নেশা জাতীয় খাদ্য পানীয় খেয়ে সহবাস করবে না
১১. কারো সামনে সহবাস করবে না এমনকি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও নয়।